হোম > অপরাধ > বরিশাল

ঝালকাঠিতে শীতলপাটির কাঁচামাল পাইত্রা বাগানে আগুন

প্রতিনিধি

বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলায় শীতলপাটি তৈরির কাঁচামাল পাইত্রা বাগানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্বকামদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

শীতলপাটি শিল্পী বাবুল দত্ত জানান, রোববার দুপুরে হঠাৎ পাইত্রা বাগানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও পাইত্রা বাগানটি রক্ষা করা যায়নি।  আগুন ও ধোঁয়ায় বাগানের অধিকাংশ গাছ পুড়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

পাইত্রা বাগানের মালিক বিবেকানন্দ পাটকির জানান, বাগানটিতে প্রায়  ১ হাজার গাছ ছিল। সবগুলো গাছই পুড়ে গেছে। করোনার কারণে শীতলপাটি বিক্রি করা যাচ্ছে না। এরমধ্যে বাগানটিও পুড়ে গেল। এতে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হতে হবে। ইতিমধ্যে ঝালকাঠি জেলা প্রশাসক ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষটি অবহিত করেছেন বলেও জানান তিনি।

স্থানীয় শীতলপাটি শিল্পীরা জানান, এই গ্রাম ও পাশের গ্রাম মিলিয়ে অন্তত ৫০ ঘর শিল্পী পরিবার আছে। যাদের প্রধান পেশা শীতলপাটি তৈরি করা। বংশ পরম্পরায় তাঁরা শীতলপাটি বানিয়ে বাজারে বিক্রি করে আসছেন। বাগান ধ্বংস হয়ে যাওয়ায় তাঁদের জীবিকা নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, শীতলপাটির কাঁচামাল তৈরির বাগানে আগুন দেয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পাটি তৈরির কাঁচামাল পাইত্রা বাগানে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল বিভাগীয় পাটকির সমিতির সভাপতি রনজিৎ দত্ত ও উপদেষ্টা রফিকুল আলম। তাঁরা এই ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন