হোম > অপরাধ > বরিশাল

ঝালকাঠিতে শীতলপাটির কাঁচামাল পাইত্রা বাগানে আগুন

প্রতিনিধি

বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলায় শীতলপাটি তৈরির কাঁচামাল পাইত্রা বাগানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্বকামদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

শীতলপাটি শিল্পী বাবুল দত্ত জানান, রোববার দুপুরে হঠাৎ পাইত্রা বাগানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও পাইত্রা বাগানটি রক্ষা করা যায়নি।  আগুন ও ধোঁয়ায় বাগানের অধিকাংশ গাছ পুড়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

পাইত্রা বাগানের মালিক বিবেকানন্দ পাটকির জানান, বাগানটিতে প্রায়  ১ হাজার গাছ ছিল। সবগুলো গাছই পুড়ে গেছে। করোনার কারণে শীতলপাটি বিক্রি করা যাচ্ছে না। এরমধ্যে বাগানটিও পুড়ে গেল। এতে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হতে হবে। ইতিমধ্যে ঝালকাঠি জেলা প্রশাসক ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষটি অবহিত করেছেন বলেও জানান তিনি।

স্থানীয় শীতলপাটি শিল্পীরা জানান, এই গ্রাম ও পাশের গ্রাম মিলিয়ে অন্তত ৫০ ঘর শিল্পী পরিবার আছে। যাদের প্রধান পেশা শীতলপাটি তৈরি করা। বংশ পরম্পরায় তাঁরা শীতলপাটি বানিয়ে বাজারে বিক্রি করে আসছেন। বাগান ধ্বংস হয়ে যাওয়ায় তাঁদের জীবিকা নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, শীতলপাটির কাঁচামাল তৈরির বাগানে আগুন দেয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পাটি তৈরির কাঁচামাল পাইত্রা বাগানে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল বিভাগীয় পাটকির সমিতির সভাপতি রনজিৎ দত্ত ও উপদেষ্টা রফিকুল আলম। তাঁরা এই ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ