হোম > অপরাধ > ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

ভল্ট থেকে টাকা উধাওয়ের ঘটনায় ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক দুই কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

তাঁরা হলেন ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট ইনচার্জ রিফাতুল হক ও এমরান আহমেদ। বেলা ৩টার দিকে এ দুই কর্মকর্তাকে আদালতে হাজির করে বংশাল থানার পুলিশ।

তাঁদের রিমান্ডে নেওয়ার জন্য কোনো আবেদন করা হয়নি। তবে পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে টাকা আত্মসাতের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে। মামলার পরে তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। যেহেতু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সেহেতু নিয়মিত মামলা না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখা হোক মর্মে আদালতে আবেদন করে পুলিশ।

অন্যদিকে আসামিদের পক্ষে তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা ব্যাংকের কর্মকর্তারা এই দুজনকে আটক করে বংশাল থানায় সোপর্দ করেন। ব্যাংক থেকে টাকা আত্মসাতের সুনির্দিষ্ট কোনো মামলা না হওয়ায় তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নিয়মিত মামলা রুজু হওয়ার পর তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানা গেছে।

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী জানান, ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা উধাও হওয়ার ঘটনা ঘটেছে। অডিটের মাধ্যমে তাঁরা বিষয়টি জানতে পেরেছেন। এরপরই তাঁরা ওই দুই কর্মকর্তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

সম্মিলিত ইসলামী ব্যাংক উদ্বোধন বৃহস্পতিবার, তোলা যাবে ২ লাখ টাকা

দেশের সবচেয়ে বড় ইসলামি ব্যাংক পেল চূড়ান্ত অনুমোদন

আবারও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান হলেন তানজিল চৌধুরী

ব্যাংকিং খাতের খারাপ অবস্থার মূলে রাজনীতিকরণ: গভর্নর

সাউথইস্ট ব্যাংকে নতুন এমডি

ব্যাংকের এমডি হতে লাগবে ২০ বছরের অভিজ্ঞতা, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

নির্বাচনের আগে বিদেশ গমনে ব্যাংক কর্মকর্তাদের প্রতি কড়া নির্দেশনা

সরাসরি গ্রাহকসেবা বন্ধ করল বাংলাদেশ ব্যাংক, মানুষের ভোগান্তি