হোম > অপরাধ > এশিয়া

চার বিয়ে ও ৫ শিশুসন্তানকে হত্যা, থাইল্যান্ডে গ্রেপ্তার বাবা

থাইল্যান্ডে দুই বছর বয়সী মেয়ে ও দুই শিশুপুত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি মোট পাঁচ শিশুসন্তানকে হত্যা করেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে রান্নাঘরের মেঝে খুঁড়ে দুই বছর বয়সী মেয়ের মৃতদেহ উদ্ধারের পর পুলিশ সন্দেহ করছে, অভিযুক্ত সঙসাক সঙস্যাঙ তাঁর আগের সংসারের দুই শিশুপুত্রকেও হত্যা করেছেন। সঙসাকের এক স্ত্রী জানিয়েছেন, তিনি এর আগে আরও দুই শিশুপুত্রকে হত্যা করেছেন।

সঙসাকের বরাত দিয়ে পুলিশ বলেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ এবং শিশুর কান্নার শব্দ সহ্য করতে পারেন না। এ কারণেই সন্তানদের হত্যা করেছেন।

দুই বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে সঙসাকের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগের সংসারের দুটি ছেলেকে হত্যা করার দায়ে তাঁর সাবেক স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে। তাঁদের তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। সঙসাক চার বিয়ে করেছেন।

চলতি মাসের শুরুতে পুলিশ ব্যাংককের বাং খেন এলাকায় গৃহ নির্যাতন সংঘটিত হচ্ছে বলে সন্দেহ করছিল। সঙসাকের প্রতিবেশীরা অভিযোগ করেন, তাঁর ১২ ও ৪ বছরের দুই মেয়ে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। অভিযোগ পেয়ে পুলিশ মা–বাবার অনুপস্থিতিতে দুই মেয়েকে বাড়ি থেকে উদ্ধার করে।

১২ বছর বয়সী মেয়ে পুলিশকে জানায়, তাঁদের মা–বাবা তাঁর দুই বছর বয়সী বোনকে পিটিয়ে হত্যা করেছেন। গত সপ্তাহে তাঁর সাহায্যে পুলিশ থাইল্যান্ডের উত্তর–পশ্চিম অঞ্চলে তাঁদের বাড়ির রান্নাঘরের মেঝেতে পুঁতে রাখা লাশ উদ্ধার করে।

১০ বছর আগে পুলিশ সঙসাকের তৃতীয় সংসারের আরও দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করে। থাইল্যান্ডের পুলিশ সে দুই সন্তানকে হত্যার জন্যও সঙসাককে অভিযুক্ত করেছে। 

সঙসাক মোট চার শিশুপুত্রকে হত্যা করেছেন বলে তাঁর তৃতীয় স্ত্রী দাবি করেছেন। এক কন্যা ও দুই শিশুপুত্রের লাশ পাওয়া গেছে। বাকি দুই শিশুর লাশ সমাহিত করার স্থান পুলিশকে জানিয়েছেন সঙসাকের তৃতীয় স্ত্রী। 

পুলিশের ধারণা, অন্য দুই শিশুকে যেখানে সমাহিত করা হয়েছে সেখানে এখন পেট্রল স্টেশন রয়েছে।

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২