হোম > অপরাধ > এশিয়া

রাজতন্ত্রের সমালোচনা: থাইল্যান্ডে কাপড় ব্যবসায়ীর ২৮ বছরের জেল

থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা করে অনলাইনে পোস্ট দেওয়ায় এক ব্যক্তির ২৮ বছরের কারাদণ্ড হয়েছে। মংকোল তিরাকোতে নামের ২৯ বছর বয়সী ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন দেশটির উত্তরাঞ্চলের একটি আদালত। তিরাকোতে একজন কাপড় ব্যবসায়ী। পাশাপাশি তিনি অনলাইনে লেখালেখি করেন। বৃহস্পতিবার তাঁর আইনজীবীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

তিরাকোতের আইনজীবী জানান, থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর চিয়াং রাইয়ের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তাঁর মক্কেল। আদালত তাঁকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। 

তিনি আরও জানান, যেসব অপরাধে তিরাকোতে দোষী সাব্যস্ত হয়েছেন, তাতে তাঁর ৪২ বছরের কারাদণ্ড হওয়ার কথা। তবে সাক্ষ্যগ্রহণের পর ২৮ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তাঁর মক্কেল। আদালত ৩ লাখ বাথের (থাই মুদ্রা) বিনিময়ে তিরাকোতের জামিন মঞ্জুর করেছেন বলেও জানান তিনি। 

থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা করা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে রাজতন্ত্র ও রাজপরিবারের সমালোচনা ও বিরোধিতা প্রমাণিত হলে ১৫ বছরের বেশি কারাদণ্ডের বিধান রয়েছে। 

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক সুনাই ফাসুক বলেন, তিরাকোতের বিরুদ্ধে দেওয়া আদালতের রায় থাইল্যান্ডের ইতিহাসে রাজতন্ত্রের বিরোধিতা করার দায়ে দ্বিতীয় সর্বোচ্চ মেয়াদে কারাদণ্ড দেওয়ার ঘটনা। এর আগে ২০২১ সালে রাজতন্ত্রের সমালোচনা করার অপরাধে এক নারীকে ৪৩ বছরের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। 

থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা করায় গত কয়েক বছরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজতন্ত্রের বিরুদ্ধে ও গণতন্ত্রের দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয় দেশটিতে। হিউম্যান রাইটস ওয়াচের আইনজীবীদের তথ্যমতে, ২০২০ সালের নভেম্বরের পর থেকে গণতন্ত্রপন্থী কর্মীদের বিরুদ্ধে দুই শতাধিক অভিযোগ দায়ের করা হয়।

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি