হোম > অপরাধ > এশিয়া

ক্ষমতা গ্রহণের পর ১৩ হাজারাকে হত্যা করেছে তালেবান

১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নিয়েছে তালেবান। পর দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশ দইকোন্দির সংখ্যালঘু হাজারা গোষ্ঠীর অন্তত ১৩ জনকে হত্যা করেছে তালেবান সেনারা।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এর আগে ৯ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেখিয়েছে, জুনে গাজনি প্রদেশে একই গোষ্ঠীর আরও ৯ জন তালেবানের হাতে নিহত হয়েছে।

আল জাজিরার এ প্রতিবেদনে বলা হয়, ৩০ আগস্ট ৩০০ জন তালেবান যোদ্ধা দইকোন্দির খিদর জেলায় ঢুকে আফগান নিরাপত্তা বাহিনীর সাবেক ১১ সদস্যকে হত্যা করে। পার্শ্ববর্তী একটি নদী তীরে তাদের গুলি করে হত্যা করা হয়। এ সময় ক্রসফায়ারে পড়ে একই গোষ্ঠীর ১৭ বছরের এক মেয়ে ও ২০ বছর বয়সের সদ্য বিবাহিত এক পুরুষ নিহত হয়। নিহতদের বয়স ২৬ থেকে ৪৬ বছরের মধ্যে।

হাজারা গোষ্ঠীর লোকজন শিয়া ধর্মের অনুসারী। ১৯৯৬-২০০১ সালের তালেবান শাসনামলেও এ জনগোষ্ঠী ব্যাপক হত্যাকাণ্ডের শিকার হয়েছিল।

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার