হোম > অপরাধ

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার আরও ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত পুলিশ ও আয়োজকদের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সমাবেশে জনসমাগমকে লক্ষ্য করে একটি সক্রিয় ছিনতাইকারী চক্র মাঠে নেমেছিল। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা সবাই চিহ্নিত পেশাদার অপরাধী। প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক ছিনতাই মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার মো. এনামুল (৪০), ময়মনসিংহের মিজানুর রহমান (৪০), সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকায় অবস্থানকারী ভাসমান ব্যক্তি আলম (৩৫), বরগুনার মো. মনিরুজ্জামান (৪০) ও নারায়ণগঞ্জের মো. মামুন (২৮)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমাবেশ চলাকালে মূল মঞ্চের পেছনের দিক থেকে তাঁরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পরে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবকেরা তাঁদের আটক করে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

সন্ধ্যায় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, তাঁদের বিরুদ্ধে আইনিপ্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষ করে আগামীকাল রোববার আদালতে পাঠানো হবে।

শাহবাগ থানা-পুলিশের এক কর্মকর্তা জানান, চক্রটি দীর্ঘদিন ধরে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সক্রিয়। বিশেষ করে, বড় কোনো সমাবেশ, মিছিল বা জমায়েত হলেই তারা টার্গেট করে থাকে। নানা কৌশলে মিছিল বা ভিড়ের মধ্যে ঢুকে মোবাইল, মানিব্যাগ, গয়না ইত্যাদি ছিনিয়ে নেয়।

তিনি জানান, চক্রটি বেশ ছড়ানো। শুধু এই পাঁচজন নন, আরও কিছু সদস্য রয়েছে, যাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, আজ শনিবার সকাল থেকে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ উপলক্ষে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। বেলা ২টায় শুরু হয় সমাবেশের মূল পর্ব, যার সভাপতিত্ব করেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!