হোম > অপরাধ

কুমারখালীতে ইউএনওর ফোন নম্বর ক্লোন করে প্রতারণা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে ইউএনও অফিসের অফিশিয়াল ফেসবুকে একটি সতর্কীকরণ স্ট্যাটাস দেওয়া হয়।

ফেসবুক স্ট্যাটাসে জানানো হয়, ‘সুপ্রিয় কুমারখালীবাসী, উপজেলা নির্বাহী অফিসার পরিচয়ে (মোবাইল ফোন নম্বর ক্লোন করে) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন প্রতারক গোষ্ঠী লোক ঠকানোর ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে আপনাদের সতর্ক হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের প্রতিহত করতে সচেষ্ট রয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, ‘ইউএনওর ফোন নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকে সতর্কীকরণ একটি পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা হবে।’

উল্লেখ্য ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে উপজেলার ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। ১১টি ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ৪৯ হাজার ৯৩৮। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ২৯৯ ও নারী ১ লাখ ২৩ হাজার ৬৩৯ জন।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ