হোম > অপরাধ

স্কুলশিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে কহিনুর আক্তার (৪৮) নামের এক স্কুলশিক্ষিকাকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর প্রয়াত স্বামীর ভাইদের বিরুদ্ধে। স্বামী মারা যাওয়ার পরে এক মেয়েসহ অন্যত্র বিয়ে করেন কহিনুর। ওই মেয়ে তাঁর বাবার জমির ভাগ পান। অভিযোগ রয়েছে সেই জমিতে আবাদ করতে গেলেই প্রথম স্বামীর ভাই আসলাম ও চঞ্চল তাঁকে প্রায় মারধর করতেন। গত শুক্রবার সকালে আবারও মারধরের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কহিনুর।

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার বিহারপুর মহল্লার বাসিন্দা কহিনুর আক্তার। তিনি ওই মহল্লার আলমগীর হোসেনের স্ত্রী। কহিনুর আক্তার নওগাঁর বদলগাছী উপজেলা খাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আছেন।

কহিনুর আক্তার বলেন, ‘আমার প্রথম স্বামী এনামুল হক ১৯৯৪ সালে মারা যায়। পাঁচ বছর পর আমি অন্যত্র বিয়ে করি। প্রথম স্বামীর বড় মেয়ে রাবেয়া (২৫) আমার সঙ্গে থাকে। সে তার বাবার চার বিঘা জমির ভাগ পায়। ২০১৪ সালে মেয়ের ভাগের জমি আমরা দখলে পাই। কয়েক মাস ধরে দেবর আসলাম ও চঞ্চল আমাদের ওই জমিতে আবাদ করতে দেয় না। প্রায় সময় আমাকে মারধর করে। গত শুক্রবারও তারা আমাকে মারধর করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

তবে এ বিষয়ে আসলাম হোসেন বলেন, ‘আমার ভাইয়ের মেয়ে জমি পাবে। সেটার বিষয়ে আমরা বসে সমাধান চেষ্টা করছি। কিন্তু ভাবি এ বিষয়ে বসতে চান না। আমরা ভাবিকে মারধর করিনি। সে মিথ্যা অভিযোগ তুলে হাসপাতালে ভর্তি হয়েছে।’

স্থানীয় কাউন্সিলর মেসবাউল সরদার গবু বলেন, ‘কহিনুরের দেবরেরা তাঁকে মারধর করেনি। দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে বলে জানতে পেরেছি। তারপরও বিষয়টি স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মীমাংসার চেষ্টা করছি।’

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ