রাজবাড়ীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে অভিযুক্ত মোহাম্মদ আহাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আহাদ দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করছিলেন। মাঝে মধ্যে কুপ্রস্তাবও দিতেন তিনি। গত মঙ্গলবার রাতে ঘরের বাইরের শৌচাগারে যাওয়ার পথে ওৎ পেতে থাকা অভিযুক্ত আহাদ তাঁকে ধর্ষণ করেন। পরে তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে আহাদ পালিয়ে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহউদ্দিন জানান, রাজবাড়ী সদর হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামি আহাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।