হোম > অপরাধ

দুই পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে পূর্বশত্রুতার জেরে দুটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মাঠের ফসল ও অন্য জিনিসপত্র বাড়িতে নিতে দুর্ভোগ পোহাতে হয় ভুক্তভোগীদের। ঘটনাটি ঘটেছে উপজেলার রোয়াইর সরদারপাড়া গ্রামে।

জানা গেছে, রোয়াইর সরদারপাড়া গ্রামের রবিউল ইসলাম ও শাহাদত হোসেনের বাড়ির লোকজন প্রতিবেশী সোহরাব ও রফিকুলের বাড়ির সামনে দিয়ে চলাচল করেন। দেড় বছর আগে তাঁরা নতুন বাড়ি নির্মাণকাজ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় রবিউল ও শাহাদতের পরিবারের লোকজনের চলাচল। তবে প্রতিবেশী রফিকুল তাঁর নতুন বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা করে দেবেন বলে জানান। তবে সেটি দেড় বছর পার হলেও আজও করা হয়নি। নিরুপায় হয়ে পরিবার দুটির সদস্যরা বাড়ির পাশে একটি কবরস্থানের পাশ দিয়ে চলাচল করেন। তবে মাঠের ফসল ও অন্য জিনিসপত্র তাঁরা বাড়িতে নিয়ে যেতে পারেন না।

ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, ‘আমরা আগে প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে চলাচল করে আসছিলাম। দেড় বছর আগে রফিকুল ও সোহরাব ওই খলার ওপরে নতুন বাড়ি নির্মাণকাজ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় আমাদের চলাচল। রাস্তা না থাকায় বাড়িতে আমাদের মোটরসাইকেল ঢোকাতে পারি না। কোনো ফসল বাড়িতে নিয়ে আসতে পারি না।’

অপর ভুক্তভোগী শাহাদত হোসেন বলেন, ‘বাড়ির পাশে একটি পুকুরের পাশ দিয়ে রাস্তা দিতে চেয়েছিল তাঁরা। আমরা তাতেও রাজি হয়েছিলাম। কিন্তু গত দেড় বছর হয়ে গেল ওই রাস্তা আর হলো না। তাই বাধ্য হয়ে একটি কবরস্থানের পাশ দিয়ে বাড়ি থেকে বের হতে পারছি। রাস্তা না থাকায় খুব বিপদের মুখে রয়েছি আমরা।’

এদিকে অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের বিন্দুমাত্র কোনো দোষ যদি কেউ দিতে পারে তাহলে গ্রামের লোকজন যা বলবে আমরা তা মেনে নেব। বাড়ি নির্মাণ করছি আমাদের নিজের জায়গাতে। তাঁদের রাস্তা আমরা বন্ধ করে দিইনি। আমাদের পুকুরের পাশ দিয়ে রাস্তা দিতে চেয়েছিলাম। কিন্তু তাঁরা নাকি সেই দিক দিয়ে চলাচল করবেন না। তাঁরা উল্টো আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দিয়ে বেড়াচ্ছেন।’

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, ঘটনটি আমার বাড়ির পাশে হওয়ায় স্থানীয়ভাবে বৈঠক হয়েছিল। রফিকুল নতুন বাড়ির পাশে পুকুর ভরাট করে সেই দিক দিয়ে রাস্তা দিতে চেয়েছিলেন।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ