হোম > অপরাধ

জোর করে বাড়ি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত সোমবার বিকেলে বারদী ইউনিয়নের দলরদী এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের সাবেক মেম্বার ও জাতীয় পার্টির সভাপতি দলরদী গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে একই এলাকার কামাল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে সোমবার বিকেলে যুবলীগের কামালের নেতৃত্বে সানাউল্লাহ, আক্তার হোসেন, মোজাম্মেল হোসেন, মোকাদ্দেস, শহিদুল্লাহ, জামাল, মহসিন, হোসেনসহ দেড় শতাধিক লোক রামদা, সাবল, বল্লম, টেটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িটির ফলদ গাছসহ প্রায় দেড় বিঘা জমির দুইটি বাড়ি দখল করে নেয়। এতে বাধা দেওয়ায় তাঁকে ও তাঁর লোকজনকে অকথ্য ভাষায় গালমন্দ করে মারধর করতে উদ্যত হয়।

এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, উচ্চ আদালতের রায় অমান্য করে বাড়িটি দখল করে নিয়ে যায়। ওই মামলায় তাঁরা আদালতের রায় পান। রায়ের পর ওই বাড়ি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। প্রভাবশালী কামাল মিয়া তাঁর লোকজন নিয়ে ওই বাড়ি দখলের করে।

অভিযুক্ত কামাল মিয়া বলেন, এ জমি আমাদের। আমরা এ জমির মালিক। ভুয়া কাগজপত্র দিয়ে এ জমি রফিকুল ইসলাম দখল করে আছে। উভয় পক্ষকে সঠিক প্রমাণাদি নিয়ে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোনারগাঁ থানার এসআই নুরুল ইসলাম জানান, এ বিষয়ে জানালে দুই পক্ষকে কাগজপত্রসহ থানায় আসতে বলা হয়েছিল। পরে তাঁরা আর আসেনি।

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!