হোম > অপরাধ

এমপি-ইউএনওর নাম ভাঙিয়ে চাঁদা, চেয়ারম্যানকে শোকজ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই ইউনিয়নের মূলগাঁও গ্রামের হাজি নুরুল ইসলাম চান মিয়া নামের এক ব্যক্তির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান মোজাম্মেল হককে শোকজ করেছে উপজেলা প্রশাসন। তিনি উপজেলার পোগলা ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান।

এদিকে গতকাল সোমবার দুপুরে পোগলা ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হকের অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেন এলাকাবাসী। অন্যদিকে চাঁদা চাওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করে অভিযুক্ত চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র চলছে। মূলগাঁও গ্রামের নুরুল ইসলাম চান মিয়া তাঁর বাড়িসংলগ্ন সরকারি সাত একর জমি দখল করে আছেন। সম্প্রতি ওই জায়গা থেকে দশমিক ৩২ শতাংশ জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য বালু ভরাট করা হয়। এতে নুরুল ইসলাম চান মিয়া ক্ষিপ্ত হন।

ইউএনও মো. আবুল হাসেম  জানান, চেয়ারম্যানের এমন আচরণ শিষ্টাচারবহির্ভূত। এতে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের মানহানি হচ্ছে। তাঁর এমন আচরণ ও কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়