হোম > অপরাধ

শিশু পরশমণিকে হত্যা করা হয় শ্বাসরোধে

নেত্রকোনা প্রতিনিধি

এক বছরের অধিক সময় তদন্তে পরশমণিকে (৯) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে দাবি করে নেত্রকোনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলায় গ্রেপ্তার জোবায়ের (২৩) নামের এক ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁকে কারাগারে 
পাঠানো হয়।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের পিবিআই কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।শাহীনুর কবির জানান, পিবিআই  তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৪ ডিসেম্বর  জোবায়েরকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে  হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জোবায়ের জানান, ঘটনার দিন বিকেলে পরশমণিকে খেলার ছলে আড়ালে নিয়ে অনৈতিক কাজ করতে চাইলে সে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় ঘটনাটি প্রকাশ পাওয়ার শঙ্কায় গলা চেপে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। রাতে লাশ বিলের পাড়ে ফেলে দেওয়া হয়।

শাহীনুর কবির আরও জানান, এক বছরের বেশি সময় ধরে মামলাটির তদন্ত করে পুলিশ। পরে সিআইডি এক বছরের বেশি সময় তদন্ত করেও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে না পেরে ২০২০ সালে আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। পরবর্তী সময়ে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৬ নভেম্বর আদালত নেত্রকোনা পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ এপ্রিল মদন উপজেলার কদমশ্রী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে পরশমণি খেলতে গিয়ে নিখোঁজ হয়।

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ

জুয়া, প্রতারণায় জড়িত ৫০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব স্থগিত

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি