হোম > অপরাধ

সন্তান হত্যায় সাজা কমিয়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পটুয়াখালীর দশমিনায় আট বছরের শিশুসন্তানকে হত্যার দায়ে বাবা শহিদ রাড়ীর মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ভার্চ্যুয়াল বেঞ্চ সাজা কমিয়ে যাবজ্জীবন করেছেন।

রায়ে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও দুই বছর কারাভোগ করতে হবে বলে আদেশে বলা হয়েছে। সেই সঙ্গে আদালত আসামি শহিদ রাড়ীকে অবিলম্বে কারাগারের কনডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।

আদালতে শহিদ রাড়ীর পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

মামলার বিবরণে জানা যায়, ঘূর্ণিঝড় সিডরে বাড়িঘর হারিয়ে শ্বশুর বাড়িতে আশ্রয় নেন শহিদ রাড়ী। এরই মধ্যে একদিন শ্বশুরবাড়ি থেকে টাকা চুরি যায়। এর জন্য শহিদ রাড়ীকে দোষারোপ করা হয়। মারধরও করা হয় তাঁকে। বিনা দোষে অপমানিত ও নির্যাতনের শিকার শহিদ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নিজের শিশুসন্তানকে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে নিয়ে গিয়ে হত্যা করেন। পরদিন ছেলের মরদেহ উদ্ধার হওয়ার পর তাঁকে আটক করে পুলিশে দেওয়া হয়। আদালতে হত্যার কথা স্বীকারও করেন তিনি। সন্তানকে হত্যার ঘটনাটি ঘটে ২০০৮ সালের ২২ মে রাতে।

এ মামলায় পটুয়াখালীর আদালত ২০০৯ সালের ১৪ মে শহিদ রাড়ীকে মৃত্যুদণ্ড দেন। রায় অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। আর নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামি। ২০১৪ সালের ১৮ জুন হাইকোর্ট শহিদ রাড়ীর মৃত্যুদণ্ড বহাল রাখেন। রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যান শহিদ রাড়ী। এই আপিলের ওপর শুনানি শেষে আজ সাজা কমিয়ে রায় দিলেন আপিল বিভাগ।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ