হোম > অপরাধ

কাউন্সিলরের খামখেয়ালি বেকায়দায় কৃষকেরা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জ পৌরসভার যোগনীঘাট এলাকায় আবাদি ফসল নষ্ট করে দুই কিলোমিটার জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপলাইন টানার অভিযোগ উঠেছে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওলাদ হোসেন ও তাঁর ছেলে ইসহাকের বিরুদ্ধে। এতে ফসল ও শীতকালীন সবজি নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক।

গত মঙ্গলবার এলাকায় দেখা যায়, ধলেশ্বরী নদী থেকে যোগনীঘাট এলাকার কুমড়া, ধনেপাতা, আলু, মুলা, সরিষা, পেঁয়াজসহ শীতকালীন সবজির জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপলাইন বসানো হয়েছে। দীর্ঘ দুই কিলোমিটার পাইপলাইন থেকে বালু পড়ে এসব ফসলি জমির ২০-১৫টি স্থানের ফসল বালুতে ঢেকে আছে। পাইপের নিচে চাপা পড়েও ফসলের ক্ষতি হয়েছে। জমিতে পাইপ থাকায় ট্রাক্টর দিয়ে সম্পূর্ণ জমির এক পাশ চাষ করা হয়েছে।

স্থানীয় আলুচাষি সাইফুল ইসলাম বলেন, ‘আমার আলুর জমির ওপর দিয়ে কাউন্সিলর আওলাদ ও তাঁর ছেলে জোর করে ড্রেজারের পাইপলাইন নিয়েছে। লাইন টানার সময় আলুখেত নষ্ট করেছে। এখন পাইপ থেকে বালু পড়েও আলুগাছ তলিয়ে গেছে। আমার আলুখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়েও আলুখেত ক্ষতিগ্রস্ত হয়েছিল। একজন জনপ্রতিনিধি হয়ে এসব কাজ কীভাবে করেন? আমি এর সঠিক বিচার চাই।’

আরেক কৃষক আব্দুল মতিন বলেন, ‘আমি জমিতে কুমড়ার চাষ করেছি। গাছ মরে গেছে। জমিতে বর্ষাকালীন সবজির আগাম চাষ করব। পাইপের কারণে ট্রাক্টর দিয়ে চাষ দিতে পারছি না।’

টমেটোচাষি মনির হোসেন আক্ষেপের সঙ্গে বলেন, ‘এখন আমাদের সবজি আবাদের সবচেয়ে ভালো সময়। অথচ এখন আবাদি জমির ওপর দিয়ে আওলাদ ও তাঁর ছেলে জোর করে ড্রেজারের পাইপ বসিয়েছে। আমরা নিষেধ করেছিলাম। উল্টো আমাদের হুমকি দেওয়া হয়।’

নাম প্রকাশ না করার শর্তে আরও কয়েকজন ভুক্তভোগী কৃষক বলেন, ‘আওলাদ কাউন্সিলর স্থানীয় আওয়ামী লীগ নেতা। তাঁর ছেলে ইসহাকের সন্ত্রাসী বাহিনী রয়েছে। তারা জোর করে আমাদের জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপলাইন নিল। ফসল নষ্ট করল। অথচ আমরা কিছুই করতে পারলাম না। তাদের অনুরোধ করেছিলাম, উল্টো তারা আমাদের হাত-পা ভেঙে ফেলার হুমকি দিয়েছে।’

কাউন্সিলর আওলাদ হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে কারও কোনো অভিযোগ নেই। অভিযোগ থাকলে আমি জানতে পারতাম। জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়ায় কারও অসুবিধা হয়নি। কারও ফসলের ক্ষতি হয়নি। বেশ কিছু জমিতে ড্রেজারের পাইপ থেকে বালু পড়েছিল। সেগুলো তুলে নেওয়া হচ্ছে। ড্রেজারের পাইপ কয়েক দিনের মধ্যে খুলে নেওয়া হবে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিব সরকার বলেন, বিষয়টি জানতে পেরে কাউন্সিলরকে পাইপ অপসারণ করতে বলা হয়েছে। তাঁর মাধ্যমে কোনো কৃষকের ক্ষতি হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ