হোম > অপরাধ

চালককে পেটাল পুলিশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ইজিবাইকে ফ্রি সার্ভিস দিতে রাজি না হওয়ায় জুয়েল রাজ নামে এক চালককে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে ইজিবাইক চালককে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তবে সরিষাবাড়ী থানা–পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ মারধরের বিষয়টি অস্বীকার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থানা–পুলিশ ফ্রি সার্ভিসে রাতের ডিউটি পালনের জন্য প্রতিদিন সন্ধ্যায় ৩ থেকে ৪ ইজিবাইক নেয়। প্রতিদিনের মতো উপজেলার ভাটারা ইউনিয়নের মৃত সামছুল রাজের ছেলে ইজিবাইক চালক জুয়েল রাজকে (৪০) ফ্রি সার্ভিস দিতে বলে পুলিশ। জুয়েল তার চাচা মারা যাওয়ার কথা জানায়। এ কথা শুনে পুলিশের উপপরিদর্শক আব্দুল করিম তাকে ছেড়ে দেন। একটু এগোতেই পুলিশের কনস্টেবল জাহাঙ্গীর তার পথে রোধ করে।

পুলিশের উপপরিদর্শক আব্দুল করিমকে তার সমস্যার কথা জানিয়ে চলে যাওয়ার অনুমতি নিয়েছেন বলে জানান জুয়েল। তবুও জোর করে বাসস্ট্যান্ড এলাকা থেকে ইজিবাইকে চেপে বসেন কনস্টেবল জাহাঙ্গীর। জুয়েল তাকে কয়েক দফা ইজিবাইক থেকে নেমে যাওয়ার অনুরোধ জানান। তার অনুরোধ না শুনে ক্ষেপে যান কনস্টেবল জাহাঙ্গীর। জাহাঙ্গীর জুয়েলকে বলেন কোথায় যাবি যা। জুয়েল ইজিবাইক চালিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌছে যায়। এ সময় পেছন থেকে পুলিশের উপপরিদর্শক আব্দুল করিম ও তার আরও কয়েকজন কনস্টেবল গিয়ে ফের তার পথ রোধ করেন। পরে পুলিশের ওই সদস্যরা মিলে জুয়েলকে বন্দুক দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে জুয়েল রাজ বলেন, তার এক চাচা গত মঙ্গলবার মারা যান। এ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আত্মীয় আসে। গত বুধবার দুপুর থেকে তিনি ইজিবাইক যোগে তাদেরকে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিচ্ছিলেন। তিনি তার এক খালাকে নিয়ে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর যাচ্ছিলেন। এমন সময় পুলিশ তাকে অন্যায়ভাবে বন্দুক দিয়ে পিটিয়ে বেধড়ক মারধর করে।

এ বিষয়ে পুলিশের উপপরিদর্শক আব্দুল করিম বলেন, তিনি জুয়েলের সমস্যার কথা শুনে তাকে ছেড়ে দেন। পরে কনস্টেবল জাহাঙ্গীরের সঙ্গে জুয়েলের ধস্তাধস্তি হয়।

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ ইজিবাইক চালক জুয়েলকে মারধরের কথা অস্বীকার করেন। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহেদুর রহমান জানান, গত বুধবার সন্ধ্যায় জুয়েল তার মুখ, ঠোঁট ও পায়ে আঘাতের চিহ্ন নিয়ে ভর্তি হয়।

মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ গফুর বলেন, ঘটনার সময় তার বড় ভাই ওই পুলিশ সদস্যদের চালককে না মারতে অনুরোধ করেন। তবুও তারা শোনেনি। একজন দরিদ্র ইজিবাইক চালককে এমন অমানবিকভাবে পুলিশের মারধর করা ঠিক হয়নি।

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে