নগর ডিবির সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমকে খুলনায় আবাসিক হোটেল থেকে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, বাগেরহাটের মোংলা থেকে ভুক্তভোগী নারী তার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য খুলনায় আসেন। রাতে থাকার জন্য নগরীর সুন্দরবন হোটেলের ১৩ নম্বর কক্ষ ভাড়া করেন তিনি।
মঙ্গলবার দিবাগত রাত ২টার পর ডিবির সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ওই কক্ষে ঢুকে নারী ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে দেয়। পরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
জানা গেছে, অসুস্থ মেয়ের সামনে তার মাকে ধর্ষণের করেছেন এ এসআই। একটি সূত্রে জানা গেছে, ঘটনার সময় এসআই জাহাঙ্গীর মাদকাসক্ত ছিলেন এবং তিনি একাই এ কাজে জড়িত ছিলেন।