হোম > অপরাধ

বাঁধের ব্লক তৈরিতে অনিয়ম

সনি আজাদ, চারঘাট 

চারঘাটে পদ্মা নদীর তীরের প্রতিরক্ষা বাঁধ প্রকল্পের ব্লক তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের পাথর দিয়ে ব্লক তৈরি করছেন ঠিকাদার। এ ছাড়া বালু, পাথর ও সিমেন্ট মিশ্রণের সঠিক অনুপাত মানা হচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় লোকজন। এ অবস্থায় ব্লক তৈরির কাজ বন্ধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পদ্মা নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ২২৮ কোটি টাকা ব্যয়ে চারঘাট ও বাঘা উপজেলায় বাঁধ নির্মাণকাজ চলছে। প্রকল্পের চারঘাট উপজেলার রাওথা অংশে প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে ২৫২ মিটার সুরক্ষা বাঁধের নির্মাণকাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান ন্যাশনটেক-মোজাহার (জেভি)। কাজ শুরুর কথা ছিল চলতি বছরের ১৮ এপ্রিল এবং শেষ করার সময় আগামী বছরের ৩১ মে।

কাজের দরপত্র অনুযায়ী, ২ বালতি সিমেন্টের সঙ্গে ৬ বালতি বালু ও ১২ ঝুড়ি (টুকরি) পাথরে সঠিক মিশ্রণ তৈরির নির্দেশনা রয়েছে। অথচ প্রতি ব্যাগ সিমেন্টের সঙ্গে ৭ বালতি বালু ও ১৩ ঝুড়ি পাথর ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া বর্তমানে ব্যবহৃত পাথর নিম্নমানের বলে অভিযোগ তুলেছেন স্থানীয় লোকজন।

রফিকুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘পদ্মা নদীর এ বাঁধ আমাদের এলাকাবাসীর জন্য বহুল প্রতীক্ষিত। অথচ একেবারে নিম্নমানের পাথর নিয়ে আসা হয়েছে ব্লক তৈরি জন্য। বালু, পাথর ও সিমেন্ট মিশ্রণের সঠিক অনুপাত মানা হচ্ছে না। আমাদের দাবিতে ব্লক নির্মাণকাজ বন্ধ করেছে পানি উন্নয়ন বোর্ড। কাজ নির্দিষ্ট সময়ে শেষ না হলে আবারও ভাঙনের শিকার হব আমরা।’

কাজ দেখভালের দায়িত্বে নিয়োজিত উপসহকারী প্রকৌশলী গোলাম মর্তুজা বলেন, ‘আমরা ব্লক তৈরির কাজ প্রতিনিয়ত তদারকি করছি। নতুন আমদানি করা পাথরগুলো দেখে আমাদেরও সংশয় রয়েছে। এ জন্য কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’

ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনটেক-মোজাহারের (জেভি) প্রজেক্ট ইনচার্জ জালাল উদ্দীন বলেন, ‘আমাদের কোনো পাথর বাতিল করা হয়নি। আমরা নিয়ম মেনেই কাজ করছি। পাথর খারাপ থাকলে নমুনা পরীক্ষায় ধরা পড়বে।’

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী সারওয়ার-ই-জাহান বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান ব্লক তৈরির জন্য বর্তমানে বড়পুকুরিয়ার পাথর আমদানি করেছে। এ ধরনের পাথর নদীর ব্লক তৈরির কাজে কখনো ব্যবহার হয় না। এ জন্য আমরা পাথরের গুণগত মান যাচাই করতে পাঠিয়েছি। পাথরের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত ব্লক নির্মাণকাজ বন্ধ থাকবে। প্রতিবেদনে পাথরের মান ভালো এলে তবেই কাজ শুরু করা হবে।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়