সাভারের একটি পোশাক কারখানায় উৎপাদন কম হওয়ায় মারধর করে শ্রমিককে আহত করেছে কারখানার ফ্লোর ইনচার্জ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন পাকিজা নিট কম্পোজিট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকের নাম মোস্তাফিজুর রহমান। তিনি কারখানার ৬ তলায় সুপারভাইজার পদে চাকরি করতেন। তাঁকে মারধর করেন ফ্লোর ইনচার্জ জুয়েল রানা।
কারখানার শ্রমিকেরা জানান, বৃহস্পতিবার সকালে ৬ তলায় মোস্তাফিজুর কারখানায় আসলে তাঁর উৎপাদন কম হওয়ার কারণ জানতে চান জুয়েল রানা। এ সময় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে সুতার কোণ দিয়ে মোস্তাফিজুরের অন্ডকোষে আঘাত করেন জুয়েল। এতে মোস্তাফিজ ফ্লোরে পড়ে যান। মোস্তাফিজুরকে উদ্ধার করে সাভারের রোজ ক্লিনিকে ভর্তি করা হয়।
কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক মোস্তাকিম বলেন, ‘কারখানায় অনাকাঙ্ক্ষিতভাবে ওই শ্রমিক আঘাত পেয়েছে। তাঁকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। পাশাপাশি অভিযুক্ত ফ্লোর ইনচার্জকে আমরা চাকরিচ্যুত করেছি।’