হোম > অপরাধ

খাসজমি দখল হচ্ছে দেখেও কিছু বলছে না কেউ

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে জেলা পরিষদের খাসজমি ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার পাটাভোগ ইউনিয়নে মুন্সিগঞ্জ থেকে দোহার সড়কসংলগ্ন কুশুরীপাড়া গ্রামে এই খাসজমি ভরাট করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, সড়ক ও জনপদের ঢাকা-দোহার সড়কের কুশুরীপাড়া কবরস্থানের অন্য পাশে একটি ফুটবল মাঠের সমান জেলা পরিষদের খাস জায়গা ডাম্প ট্রাক দিয়ে ভরাট করা হচ্ছে। এতে রাস্তার ওপর বালুর স্তর পড়ে গেছে। ধুলায় ছেয়ে গেছে চারপাশ।

স্থানীয়রা জানান, প্রতিদিন বালুবোঝাই ডাম্প ট্রাক সড়ক দিয়ে চলাচল করছে। ট্রাকগুলোর বেপরোয়া চলাচলে ধুলাবালু উড়ে রাস্তার পাশের দোকান ও বসতবাড়ির ভেতরে ঢুকে পড়ে। ধুলাবালুর কারণে মুখ ঢেকে চলতে হয়। বালু ভরাটকারীরা এলাকার প্রভাবশালী ব্যক্তি। ভয়ে কেউ তাঁদের বিরুদ্ধে মুখ খোলে না।

বালু ভরাটের ঠিকাদার মো. মতি বলেন, ‘আমাকে ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্যারট এই জায়গা ভরাটের কাজ দিয়েছেন। আমি কন্ট্রাক্ট নেওয়ার পর লৌহজংয়ের বালু ব্যবসায়ী মন্টু মেম্বারকে সাব-কন্ট্রাক্ট দিয়ে দিই।’

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্যারট বলেন, ‘সারা দেশেই তো এভাবে সরকারি জায়গা ভরাট হচ্ছে। এই জায়গার তো একজন মালিক না। অনেক মালিক আছে। এ জায়গার মালিক আমার ভাই, দাদা ও বেয়াই।’ পরে তিনি আবার ফোন করে এ সংবাদদাতাকে সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন এবং কুরুচিপূর্ণ কথা বলেন।

সহকারী কমিশনার (ভূমি) সজিব আহমেদ বলেন, ‘জেলা পরিষদ যদি আমাদের কাছে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা চায়, আমরা তা করব।’

মুন্সিগঞ্জ জেলা পরিষদ সার্ভেয়ার ইসমাইল হোসেন বলেন, ‘জেলা পরিষদের জায়গা ব্যক্তিগতভাবে ভরাটের নিয়ম নেই। সেখানে ভরাট করার জন্য আমাদের কাছ থেকে কেউ কোনো অনুমতিও নেননি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। সেখানে লোক পাঠানো হবে।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়