হোম > অপরাধ

সীমান্তে এক মাসে ৬২ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার মহামারির মধ্যেও শুধু গত জুন মাসেই দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬২ কোটি ১১ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বৃহস্পতিবার বিজিবি জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১০ লাখ ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট, ১১ হাজার ৫২৯ বোতল ফেনসিডিল, ১২ হাজার ২০১ বোতল বিদেশি মদ, ১ হাজার ৯৩২ ক্যান বিয়ার, ১ হাজার ৫৩৪ কেজি গাঁজা, ১০ কেজি ৩৫১ গ্রাম হেরোইন, ৮ হাজার ৭৯৮টি উত্তেজক ইনজেকশন, ৫ হাজার ১৭২টি এসকাফ সিরাপ, ১৩ হাজার ৩০২টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১০ লাখ ৪১ হাজার ৯৩৭টি অন্যান্য ট্যাবলেট। 

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১০৬ গ্রাম স্বর্ণ, ১৪ কেজি ৮৫০ গ্রাম রুপা, ৪৫ হাজার ৫৩১টি কসমেটিকস সামগ্রী, ১২ হাজার ৯১৬টি ইমিটেশন গয়না, ১ হাজার ৮৫০টি শাড়ি, ৪১৫টি শার্টপিস, ৩ হাজার ২০৬ ঘনফুট কাঠ, ৬ হাজার ৩৬০ কেজি চা পাতা, ৬ হাজার ৬৫০ কেজি কয়লা,৫টি ট্রাক,১টি মাইক্রোবাস,৪টি পিকআপ, ১৮টি ইঞ্জিন চালতি অটোরিকশা এবং ১০০টি মোটরসাইকেল। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ৩টি পিস্তল, একটি রিভলবার, একটি বন্দুক, চারটি ম্যাগাজিন, এক কেজি গান পাউডার এবং ১৬ রাউন্ড গুলি। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৩৬ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৪৫ জন বাংলাদেশি নাগরিক ও ৪ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়