গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও তাসসহ ৪ জনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার ১ নং ব্যাপারী পাড়ার মৃত রমজান খাঁর ছেলে মো. জুলহাস খাঁ (৫০), ফরিদপুর কোতোয়ালি থানার শিবরামপুরের মো. জলিল শেখের ছেলে মো. রিপন শেখ (৩৩), গোয়ালন্দ উপজেলার ২ নং ব্যাপারী পাড়ার মৃত মজিবর ফকিরের ছেলে হবি ফকির (৩৯), দৌলতদিয়া হোসেন মন্ডল পড়ার মো. হারুন মৃধার ছেলে মো. হাসেম মৃধা (৩৩)।
বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি একদল পুলিশ সদস্য নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। তখন নগদ টাকা ও তাসসহ ৪ জুয়াড়িকে আটক করে পুলিশ।