হোম > অপরাধ

স্কুলের খেলার মাঠে গাড়ি পার্কিং

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরের মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে গাড়ি পার্কিংয়ের অভিযোগ উঠেছে। চার মাস ধরে বিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধ অমান্য করে মাঠটিতে মাটি বহনকারী ট্রলি, প্রাইভেট কার, বাস ও ট্রাকসহ বিভিন্ন গাড়ি পার্কিং করা হচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হচ্ছে।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে বিদ্যালয়টির খেলার মাঠে গাড়ি না রাখার বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।

বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নান্দনিক এ খেলার মাঠে সারা বছর বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। গত বছর কেশবপুর উপজেলা প্রশাসন অবকাঠামো উন্নয়নে প্রাচীর ও মাঠ ভরাটের জন্য আর্থিক বরাদ্দ দিলে মাঠটি ভরাট করা হয়। ৪ মাস আগে মাঠটি খেলাধুলা করার উপযোগী করা হলেও এরপর থেকেই এখানে গাড়ি রাখা শুরু হয়। এ ছাড়া মাঠের পাশের ফুটপাত রয়েছে অবৈধ দোকানিদের দখলে।

মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র লিমন হোসেন বলে, ‘বিদ্যালয়ের মাঠের ভেতর যানবাহন রাখায় এ বছর সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। মাঠটি শিগগিরই দখলমুক্ত করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হোক এটাই আমাদের সব শিক্ষার্থীদের দাবি।’

মঙ্গলকোট গ্রামের ব্যবসায়ী আমিনুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে যানবাহন রাখায় শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। মাঠটি ক্ষতিগ্রস্ত হওয়াসহ এর সৌন্দর্য নষ্ট হয়েছে।

স্থানীয় কৃষক আব্দুস সামাদ মোড়ল বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার যুবকেরা মাঠটিতে খেলা করত। মাঠের পাশে বসে আমরা খেলা উপভোগ করতাম। মাঠে গাড়ি রাখার কারণে খেলাধুলা আর হয় না।’

মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ‘বিদ্যালয়ের মাঠে গাড়ি পার্কিং করে রাখাতে নিষেধ করা হলেও চালকেরা কোনো কর্ণপাত করেন না। মাঠের মধ্য দিয়ে ট্র্যাক্টর ও ট্রলি চলাচল করায় মাঠটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যালয়ের মাঠটি দখলমুক্ত করার বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘গাড়ি পার্কিং করে বিদ্যালয়ের মাঠ দখল করার বিষয়টি শুনেছি। প্রশাসনিকভাবে ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাঠটি দখলমুক্ত করে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন বলেন, ‘এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!