হোম > অপরাধ

চেপে ধরেন শামসুল, দুই কবজি কাটেন নুর আলম

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে সিদ্দিক আহম্মদের দুই হাতের কবজি কেটে নিয়ে উল্লাস করার মামলায় আসামি শামসুল হক ওরফে বদা ফলাকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে শামসুল জানান, সিদ্দিকের দুই হাত কেটেছিল আটজনের একটি দল। তিনি ওই সময় সিদ্দিকের প্যান্ট, শার্ট টেনে চেপে ধরেছিলেন। আর সিদ্দিকের খালাতো ভাই নুর আলম দুই হাতের কবজি কাটেন। পরে তাঁরা প্রতিপক্ষ এনামের ভাবির কাছে হাত দুটো নিয়ে যান।

গত শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তারের পর শামসুল হক এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান। এর আগে সদর ইউনিয়নের নাজিরপাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে একটি পিস্তল, ম্যাগাজিন ও একটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। কবজি কটার ঘটনার ছয় দিনে এই কোনো আসামি গ্রেপ্তার হলো।

গ্রেপ্তার শামসুল হক থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে খুন, মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। ওসি আব্দুল হালিম জানান, শাসমুল হকের ঘরের শয়ন কক্ষের তোশকের নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে। তিনি একজন ভয়ংকর সন্ত্রাসী। সর্বশেষ অস্ত্র উদ্ধারের ঘটনায় শামসুল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

আব্দুল হালিম আরও জানান, গত ২৬ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নে নাজিরপাড়া এলাকায় সিদ্দিক আহম্মদ নামের এক ব্যক্তির দুই কবজি কেটে নিয়ে প্রকাশ্যে উল্লাস করে প্রতিপক্ষ। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে। ওই মামলা শামসুল হক এজাহার নামীয় ৫ নম্বর আসামি।

ঘটনার পর সিদ্দিকের পরিবার জানায়, স্থানীয় ইউপি সদস্য এনামুল হক, চাদ মিয়া, সাব মিয়াসহ  একদল ইয়াবাকারবারী  দা, লম্বা কিরিচসহ অস্ত্র-শসস্ত্রের বহর নিয়ে গাড়ি নিয়ে এসে হামলা চালায়। এসময়  তার দুই হাতের কবজি কেটে নিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেন হামলাকারীরা। পরে তাঁরা উল্লাস করেন।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়