হোম > অপরাধ

মেয়ের প্রেমের বলি বাবা

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মেয়ের প্রেমের বলি হলেন জাহাঙ্গীর হোসেন (৫০) নামের এক ব্যক্তি। তাঁকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে উপজেলার নারকিলা গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নারকিলা গ্রামের মোতলিব মিয়ার ছেলের সঙ্গে জাহাঙ্গীর হোসেনের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল।

সম্প্রতি মোতলিব মিয়ার ছেলে মুতাব্বির হোসেনের অন্যত্র বিয়ে ঠিক হয়। খবর পেয়ে জাহাঙ্গীর হোসেনের মেয়ে বিয়ের দাবিতে মোতলিব মিয়ার বাড়িতে যান। জাহাঙ্গীরও সেখানে গিয়ে ছেলের পরিবারকে বিয়ের জন্য চাপ দেন। সেখানে মোতলিবের পরিবারের সদস্যদের সঙ্গে জাহাঙ্গীরের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মোতলিবের পরিবারের সদস্যরা জাহাঙ্গীর হোসেনকে মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তবে মোতলিব হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। ঘটনার কোনো কিছুই জানি না। জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়ে তাঁর পরিবারই ভালো জানবে।’

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ছেলের বিয়ে অন্য জায়গায় ঠিক হলে মেয়ে চলে যায় ছেলের বাড়িতে।

এরই জের ধরে ছেলের পরিবার জাহাঙ্গীর হোসেনকে ধাক্কা দেয়। বিষয়টিকে প্রাথমিকভাবে ধারণাকরা হচ্ছে খুন। তবে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনায় গতকাল সোমবারর সন্ধ্যা ছয়টায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। 

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ