হোম > অপরাধ

বিদ্যালয়ের রাস্তা বন্ধ করে দিয়েছেন সাবেক সভাপতি

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা পৌরসভার চরকৈয়া মহল্লার চরকৈয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছেন ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন।

গত মঙ্গলবার থেকে রাস্তাটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে বিদ্যালয়ের শতাধিক কোমলমতি শিক্ষার্থীসহ আশপাশের অনেকগুলো পরিবারের লোকজন। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়েদুল ইসলাম খাঁন গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

জানা গেছে, চরকৈয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব কোনো রাস্তা না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়ায় সমস্যা হত। তিন বছর আগে পৌরমেয়র হাফিজুর রহমান লিটন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জাহাঙ্গীর হোসেন ও মহল্লাবাসির সঙ্গে আলোচনা করে একটি পাকা রাস্তার ব্যবস্থা করে দেন। তখন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন জাহাঙ্গীর হোসেন। কিন্তু সম্প্রতি নতুন কমিটি গঠনে সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষাগত যোগ্যতা না থাকায় বাদ পড়েন জাহাঙ্গীর হোসেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওই রাস্তা নিজেদের জমির ওপর দাবি করে তা বন্ধ করে দেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমার বাবা মরহুম ফজলুল হক ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। বাবার মৃত্যুর পর আমি সভাপতি নির্বাচিত হই এবং রাস্তার জন্য জমি দেই। সম্প্রতি আমি দাতা সদস্য হওয়ার জন্য রাস্তার জমি রেজিস্ট্রি করে দিতে চাইলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তা নেয়নি। তারা চক্রান্ত করে আমাকে দাতা সদস্য করেনি। নিয়ম মাফিক আমার শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও আমার ছোট ভাই বিএ পাস। তাঁকেও সভাপতি করেনি। তাই আমার জমির ওপর রাস্তা আমি বন্ধ করে দিয়েছি।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুনন্নেছা বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাস্তাটি খুলে দেওয়ার ব্যবস্থা করা হলেও ২৩ মার্চ বুধবার রাস্তাটি আবারও বন্ধ করে দিয়েছে বলে শুনেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশের সহযোগিতা নেওয়া হয়েছে। থানার ওসি মুশফিকুর রহমান জাহাঙ্গীর হোসেনের সঙ্গে কথা বলেছেন এবং তিনি রাস্তার ব্যারিকেড খুলে দিতে রাজি হয়েছেন। তবে নতুন করে ঝামেলা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, বুধবার বিকেলে জাহাঙ্গীর হোসনের সঙ্গে যোগাযোগ করে রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পুণরাবৃত্তি ঘটলে আইনী পদক্ষেপ নেওয়া হবে। 

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!