হোম > অপরাধ

রাস্তা বন্ধ করায় ৪ পরিবার বিপাকে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ফজলু মিয়া ও তাঁর পক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন মো. রামিন মিয়া নামের এক ভুক্তভোগী। দুই সপ্তাহ আগে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চিলাকাড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে বিপাকে পড়েছে চারটি পরিবার।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার চিলাকাড়া পশ্চিমপাড়া গ্রামের হারিছ মিয়ার বাড়ির চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেন ফজলু মিয়া ও তাঁর লোকেরা। ওই রাস্তায় দীর্ঘদিন ধরে চলাফেরা করছিলেন রামিন মিয়ার পরিবারসহ চারটি পরিবার। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় ১৫ দিন ধরে প্রায় গৃহবন্দী হয়ে পড়েছে ওই চার পরিবার। এ নিয়ে সালিস হলেও ফজলু মিয়া ও তাঁর লোকেরা তা মানেননি। তাই প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগকারী রামিন মিয়া ও তাঁর বড় ভাই শরীফ মিয়া বলেন, ‘প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁরা আমাদের চলাচলের রাস্তাটি খড়ের স্তূপ দিয়ে বন্ধ করে রেখেছে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’     

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ