কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ইয়াবা ও হেরোইনসহ জুয়েল রানা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১২। বৃহস্পতিবার রাতে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।
এ বিষয়ে র্যাব-১২ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, জুয়েলের কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন ও একত্রিশটি ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।’