হোম > অপরাধ

বেলকুচিতে স্বামী-স্ত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামে নিজ ঘরে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তিরা হলেন কামারপাড়া গ্রামের দিজুগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ঘোষ (২৮) ও তাঁর স্ত্রী তমা রানী ঘোষ (১৯)। তবে গৌরাঙ্গের মা এবং ভাই দুই রকমের কথা বলায় বিষয়টি রহস্যজনক বলছে পুলিশ।

গৌরাঙ্গের মা রুবী রানী ঘোষ জানান, বৃহস্পতিবার রাতে একসঙ্গে খাবার খেয়ে যে যার ঘরে ঘুমিয়ে পড়েন। গতকাল সকাল ১০টা বেজে গেলেও ঘুম থেকে না ওঠায় তিনি তাঁদের ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে এনে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন, দুজনে পড়ে আছেন। তিনি পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন, কিছুই বুঝতে পারেননি।

এদিকে গৌরাঙ্গের ছোট ভাই আনন্দ ঘোষ জানান, তিনি অন্য ঘরে ঘুমিয়েছিলেন। সকালে মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে দেখেন, গৌরাঙ্গ ঘরে ঝুলে আছেন, আর তমা রক্তমাখা অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তিনি আরও জানান, ভাড়া বাসা থেকে চার দিন হলো গৌরাঙ্গ বাড়িতে এসেছেন। তাঁদের মধ্যে নিত্য কলহ লেগে থাকত।

প্রতিবেশী অমল ঘোষ জানান, এক বছর আগে গৌরাঙ্গ ঘোষের সঙ্গে গাজীপুরের টঙ্গী এলাকার তপন ঘোষের মেয়ে তমা ঘোষের বিয়ে হয়। তবে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্য দ্বন্দ্ব চলছিল। সকালে শুনতে পান, ঘরে গৌরাঙ্গ ও তমার রক্তমাখা লাশ পড়ে আছে। তবে তাঁদের মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখি গৌরাঙ্গ ঘোষ ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী তমা রানী ঘোষের রক্তাক্ত মরদেহ পড়ে আছে ঘরের মেঝে। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

সিরাজগঞ্জের বেলকুচি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহম্মেদ বলেন, দুজনের মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। মৃত্যুর বিষয়টি উদ্‌ঘাটন করতে পুলিশ, সিআইডি ও পিবিআই যৌথভাবে কাজ করছে। প্রাথমিকভাবে দেখা যায়, তমার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তবে গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আর গৌরাঙ্গর দুই হাতের কবজির রগ কাটা রয়েছে এবং গলার ওপর থুতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে। জানা গেছে, তাঁর দেহটি ঝুলন্ত ছিল। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!