হোম > অপরাধ

পারিবারিক বিরোধে ৩ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার উপজেলার পাকুন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামের আক্তার হোসেনের পরিবারের সঙ্গে কিরন মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল শুক্রবার তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

এর জের ধরে কিরন মিয়ার ছেলে আকাশের নেতৃত্বে ৮ থেকে ১০ জন আক্তার হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় আক্তারের বড় ভাই আরজু মিয়া, তাঁর মা জয়নব বিবি ও বোন হাসিনাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আক্তার হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।

আক্তার হোসেন বলেন, ‘কিরন মিয়ার ছেলে আকাশ ও তার সহযোগীরা আমার মা ও ভাই-বোনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কিরন মিয়ার ছেলে আকাশ বলেন, দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছে। কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামে একটি পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ