হোম > অপরাধ

আইইউবিতে সহিংস উগ্রবাদ বিরোধী সংলাপ অনুষ্ঠিত

রাজধানী ঢাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিলনায়তনে ‘প্রিভেন্টিং ভায়োলেন্ট এক্সট্রিমিসম’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান। 

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, জঙ্গিরা এখন সাইবার স্পেসকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। তারা সাইবার মাধ্যমকে অগ্রাধিকার দিয়ে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে, তাদের সদস্য সংগ্রহ করছে এবং তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই পথকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাইবার স্পেস। সে ক্ষেত্রেও আমরা অনেক বেশি সক্ষমতা অর্জন করেছি। সহিংসতা প্রতিরোধে তরুণেরাই সবচেয়ে প্রভাবশালী ভূমিকা পালন করতে পারে। তাই সিটিটিসি এ বিষয়ে তরুণদের সচেতন করতে সারা দেশে কাজ করছে।’ 

আলোচনা অনুষ্ঠানে আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান বলেন, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের এমন নৈতিকতায় বড় করতে চাই যে, আমরা মানুষকে ভালোবাসব, মানুষকে সম্মান করব এবং আমরা কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত হব না। আমরা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হব না।’ 

গত বুধবারে অনুষ্ঠিত এ আলোচনাটি যৌথভাবে আয়োজন করেছিল ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি। এতে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) বাংলাদেশ। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইইউবির প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আনোয়ার, ইউএনডিপি বাংলাদেশের রবার্ট স্টোলম্যান, সিটিটিসির ডেপুটি পুলিশ কমিশনার আব্দুল মান্নান, বিপিএম; সিটিটিসির ডেপুটি পুলিশ কমিশনার মুহাম্মাদ হাবিবুন নবী আনিসুর রশিদ, আইইউবির গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তার প্রমুখ। 

এ ছাড়া আইইউবির উপাচার্য তানভীর হাসান এবং রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়