হোম > অপরাধ

দুজন গ্রেপ্তার, বাকিদের ধরতে চিঠি যাবে ইন্টারপোলে

সুনামগঞ্জ প্রতিনিধি

মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশ।

গতকাল সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাইদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, জগন্নাথপুর উপজেলার আবুল মিয়ার লিবিয়াপ্রবাসী ছেলে আলী হোসেনের মাধ্যমে প্রলুব্ধ হয়ে ১৯ লাখ টাকার চুক্তিতে শ্রীধরপাশা গ্রামের তরিকুল ইসলাম তাঁর ছেলে একুয়ান ইসলামকে (১৯) বিদেশে পাঠান। তিন মাস পর গত শুক্রবার লাশ হয়ে বাড়ি ফেরেন একুয়ান ইসলাম। অথচ তাঁর যাওয়ার কথা ছিল ইতালি। এ ঘটনায় তরিকুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম জগন্নাথপুর থানায় মানব পাচার ও হত্যা মামলা করেন। মামলার আসামিরা হলেন জগন্নাথপুর উপজেলার শ্রীদরপাশা গ্রামের আবুল মিয়া (৫০), আছমা বেগম (৪০), আলী হোসেন (২৫) ও সালেহ আহমদ (৪৫)। আবুল মিয়া ও আছমা বেগমকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ, ব্যাগে রাখা ৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা, সাতটি মোবাইল ফোনসেট, একটি এটিএম কার্ড, দুটি চেক ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, ‘এই মানবপাচারকারী চক্রের সঙ্গে আন্তর্জাতিক একটি চক্র জড়িত রয়েছে ঘটনার সঙ্গে আরও যাঁরা বিদেশে অবস্থান করছে তাদের গ্রেপ্তারের বিষয়ে আমরা পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ইন্টারপোলের কাছে পত্র লিখব।’

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আহমদ, জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশিষ ধর ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। 

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ