হোম > অপরাধ

বুড়িচংয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে আবুল কাসেম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার আদালতের কাছে রিমান্ড আবেদন করলে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গ্রেপ্তার আসামির নাম মো. জাকির হোসেন (৩২)। তিনি ওই ইউনিয়নের বাহারিপাড়া গ্রামের মো. মঞ্জিল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজিব চৌধূরী।

এসআই রাজিব চৌধূরী আজকের পত্রিকাকে জানান, হত্যা মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি হলেন গ্রেপ্তার জাকির। আসামি জাকিরকে গ্রেপ্তারের পর রোববার কুমিল্লা আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে জাকির পুলিশের রিমান্ডে রয়েছেন। তিনি হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

গত শনিবার উপজেলার নিমসার বাজারে সিএনজি স্টেশনের জিপির (চাঁদা) টাকা নিয়ে দ্বন্দ্বে আবুল কাসেম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের বড় ভাইকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা। নিহত আবুল কাসেম বুড়িচং উপজেলার ভারিকোঠা গ্রামে মৃত আরব আলীর ছেলে।

ঘটনার পর ওই রাতে নিহতের স্ত্রী মোসাম্মত রেহেনা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়