হোম > অপরাধ

উদ্বোধনের ফিতা কাটতেই ভেঙে পড়ল ব্রিজ!

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) উদ্বোধনের ফিতা কাটতেই হুড়মুড় করে ভেঙে পড়ল ব্রিজ! এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, বেশ কয়েকজন মিলে ব্রিজটি উদ্বোধন করছেন। এক নারী উদ্বোধক ব্রিজ উদ্বোধনের লাল ফিতা কাটতেই ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজটি ভেঙে পড়লেও এ ঘটনায় কেউ আহত হননি। কেননা, ব্রিজ ভেঙে পড়লেও উদ্বোধকেরা ঝুলে ছিলেন। তাঁরা মাটিতে পড়ে যাননি। তাঁদের সাহায্যে নিরাপত্তাকর্মীরা ছুটে আসেন।

স্থানীয় খামা প্রেস নিউজ এজেন্সির বরাত দিয়ে আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি গত সপ্তাহে ঘটেছে। এ ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ হাস্যরস করছে। তারা নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলছে। ছোট এই ব্রিজটি বর্ষা মৌসুমে স্থানীয়দের নদী পারাপারের জন্য নির্মাণ করা হয়। এর আগে সেখানে অস্থায়ী ব্রিজ ছিল। সেটিও বারবার ভেঙে পড়ত। এরপরই নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

টুইটারে এক ব্যক্তি মজা করে লিখেছেন, উদ্বোধনের ওই ফিতাটিই যেন ব্রিজকে ধরে রেখেছিল।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ