হোম > অপরাধ

আমি ব্যবসায়ী এটাই কি আমার অপরাধ: সংসদে বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিরোধী দলের সাংসদেরা তাঁকে ব্যবসায়ী বলেই বেশি সম্বোধন করেন বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘আমি ব্যবসায়ী বলে আমার অপরাধ।’

আজ মঙ্গলবার জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাণিজ্য সংগঠন বিল-২০২২ উত্থাপন করলে বিলের ওপর জনমত যাচাইয়ের আলোচনায় বক্তব্য দেওয়ার সময় এই কথা বলেন তিনি।

এর আগে জনমত যাচাইয়ের আলোচনায় অংশ নিয়ে গণফোরামের সাংসদ মোকাব্বির খান বলেন, ‘বাণিজ্যমন্ত্রী দেশের শীর্ষস্থানীয় সফল ব্যবসায়ী। মন্ত্রী হিসেবে তিনি কতটুকু সফল সেটা বলতে না পারলেও, বাজারে গেলে সাধারণ মানুষের কাছ থেকে সেটি ভালোভাবে জানা যাবে।’

মোকাব্বির খান বলেন, ‘বর্তমান সরকার দাবি করে তারা ব্যবসাবান্ধব। যে সরকারের বাণিজ্যমন্ত্রী একজন ব্যবসায়ী, সেই সরকার জনবান্ধব নয়, ব্যবসাবান্ধব হওয়াই স্বাভাবিক।’

পরে এই কথার জবাব দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘আমি বরাবরই লক্ষ করি একটা ব্যাপার কোনো কোনো সদস্য আমার মন্ত্রণালয়ের কোনো কথা বলতে গেলে প্রথমেই বলেন যে বাণিজ্যমন্ত্রী নিজে ব্যবসায়ী সেহেতু সেই দিকটাকেই বেশি করে দেখানো হয়।’

টিপু মুনশি বলেন, ‘দুর্ভাগ্য আমার, আমি কেন যে ব্যবসায়ী হলাম। আমাকে বারবার এ কথাটাই শুনতে হয়। এ দুঃখ যাবে না, তার কারণ সেই ’৬৯ সাল থেকে শুরু করেছি ছাত্ররাজনীতি। ’৬৬ সালে ঢুকেছি, মুক্তিযুদ্ধ করেছি বাবাসহ একসঙ্গে। খুব বেশি লোক পাবেন না। আজকে যেখানে দাঁড়িয়ে এই বক্তৃতা দিচ্ছি ’৭৩ সালে এই এলাকার ছাত্রলীগের প্রেসিডেন্ট আমি। দুর্ভাগ্য তা-ও ব্যবসায়ী।’ 

‘কিন্তু দুর্ভাগ্য আমার, উকিল যখন পার্লামেন্ট মেম্বার হয়, ডাক্তার যখন হয় তাকে কেউ বলে না যে উকিল কেন আসছে? কিন্তু আমি ব্যবসায়ী বলে আমার অপরাধ।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়