হোম > অপরাধ

প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রিসে অবস্থানরত এক প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ে জড়িত ও মুদ্রা পাচার চক্রের অন্যতম এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার ব্যক্তির নাম সাইফুর আকন ওরফে নাসির (৩৭)। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের ডিসি রোড এলাকার আব্দুল হক আকনের ছেলে।

গত রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাঁকে গ্রেপ্তার করে।

ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মো. হুমায়ুন কবির বলেন, গ্রিসপ্রবাসী আবু ইউসুফ (২৬) নামের এক বাংলাদেশিকে অপহরণ করেন চক্রের সদস্যরা। তাঁকে ৭ থেকে ৮ দিন আটকে রেখে দেশে থাকা মা ও বড় ভাইয়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তাঁদের দাবি করা টাকা দেওয়ার জন্য একটি ব্যাংক হিসাব নম্বর সরবরাহ করা হয়। ভুক্তভোগী প্রবাসীর মা ও ভাই ২০১৯ সালে ব্যাংকের ওই হিসাব নম্বরে ৩ লাখ ৭৫ হাজার টাকা দেন। পরে টাকা দেওয়ার বিষয়ে ভুক্তভোগী প্রবাসীর মা সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ দেন। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করে সংশ্লিষ্ট ব্যাংক। বাংলাদেশ ব্যাংক প্রবাসীর পরিবারের অভিযোগের বিষয়টি অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নিতে সিআইডি সদর দপ্তরে একটি গোয়েন্দা প্রতিবেদন পাঠায়।

অনুসন্ধানকালে অভিযুক্ত ব্যাংক হিসাবে মুক্তিপণের টাকা গ্রহণের সত্যতাসহ হিসাবটিতে বিভিন্ন সময়ে দেশি-বিদেশি মুদ্রা পাচারের ২৬ লাখ ৫১ হাজার টাকা লেনদেনের তথ্যসহ একটি চক্রের সন্ধান পায়। এ বিষয়ে রাজধানীর উত্তরা দক্ষিণখান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে নাসিরকে গ্রেপ্তার করা হয়। 

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ