হোম > অপরাধ

ইউপি সদস্যের পুকুর খননের অভিযোগ, লাখ টাকা জরিমানা

চারঘাট প্রতিনিধি

ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে চারঘাটের নবনির্বাচিত এক ইউপি সদস্যকে জরিমানা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী অভিযান চালিয়ে ইউপি সদস্য সোহেল রানা ও তাঁর সহযোগীকে ১ লাখ টাকা জরিমানা করেন।

অভিযুক্ত সোহেল রানা উপজেলার নিমপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য।

স্থানীয়রা জানান, উপজেলার নিমপাড়া বিলে জমি লিজ নিয়েছেন সোহেল রানা। এরপর তাঁর সহযোগীদের নিয়ে ওই জমিতে ভেকু মেশিন দিয়ে কয়েক দিন ধরে পুকুর খনন করছেন। খননকৃত ওই পুকুরের চারপাশেই ফসলি জমি ও আমবাগান থাকায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা বাধা দিয়েছেন। কিন্তু তিনি প্রভাব খাটিয়ে খননকাজ অব্যাহত রাখেন। মাটি আনা-নেওয়ায় ট্রাক্টরগুলোর যাতায়াতের ফলে বিস্তীর্ণ ফসলি জমি নষ্ট হচ্ছে বলে অভিযোগ তাঁদের। এ নিয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ জানান তাঁরা।

অভিযোগ পেয়ে গত বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়তি রানী কৈরী অভিযান চালান। এ সময় পুলিশের সহযোগিতায় খননকাজে জড়িত ইউপি সদস্য সোহেল রানা ও তাঁর সহযোগী হুমায়ুন কবিরকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত এবং তাঁদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত ইউপি সদস্য সোহেল রানা বলেন, ‘প্রায় সাত মাস ধরে বেকার বসে আছি। নির্বাচনে অনেক টাকা খরচ হয়েছে। এ জন্য বাধ্য হয়ে পুকুর খনন শুরু করেছিলাম। কিন্তু পুকুরের মাটি তো কাজেই লাগছিল। আমরা নিজে মাটি তো খাইনি কিংবা চীন দেশে রপ্তানি করিনি। অথচ আমাদের জরিমানা করা হয়েছে।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী বলেন, ফসলি জমি নষ্ট করে পুকুর খননের দায়ে ইউপি সদস্য সোহেল রানা ও তাঁর সহযোগীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়