জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জুয়া খেলার অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ। আলমপুর ইউনিয়নের পাচুইল আনন্দ পুকুর পার থেকে গত শুক্রবার রাতে তাঁদের আটক করা হয়।
থানা সূত্রে জনে গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৯৯০ টাকাসহ ওই নয়জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার ধাপ কালাই গ্রামের আব্দুল আজিজ (৫৯), ক্ষেতলাল উপজেলার পাচুইল মৃধাপাড়া গ্রামের শ্রী সুমন চন্দ্র (৪০), একই গ্রামের শ্রী সচীন চন্দ্র (৪৫), আলম আকন্দ (৫০), দৌলতপুর গ্রামের মো. বাবু (৩০), একই গ্রামের মো. মতিউর রহমান (৪০), মো. উজ্জ্বল হোসেন (৩০) পৌলুঞ্জ গ্রামের মো. হাজো (২৮), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চাপাচিল গ্রামের তোফাজ্জল হোসেন (৫৫)। জুয়া খেলোর অপরাধে তাঁদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। গতকাল শনিবার তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, জুয়া ও মাদকের জন্য কোনো ছাড় নেই। অভিযান অব্যাহত থাকবে।