হোম > অপরাধ

ফুটপাতের ৬ ফুটই দখল

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের ফুটপাতের প্রশস্ত কোথায় আট ফুট, কোথাও নয় ফুট। এর পাঁচ থেকে ছয় ফুটই দখল করে বসানো হয়েছে বিভিন্ন পসরার দোকান। এ কারণে ফুটপাত থেকে রাস্তায় নেমে পথচারীদের চলাচল করতে হচ্ছে।

পৌর শহরের পশ্চিম চৌরঙ্গী থেকে পূর্ব চৌরঙ্গী পর্যন্ত প্রধান সড়ক, পূর্ব চৌরঙ্গী থেকে পৌরসভা সড়ক, পশ্চিম চৌরঙ্গী থেকে বাইপাস সড়ক, রেল স্টেশন সড়ক, পুরোনো কাঁচাবাজার সড়ক, ধরলা সেতু সড়ক বিভিন্ন সড়কের দুই দিকেই ফুটপাতের পাঁচ থেকে সাত ফুটের জায়গা দখল করে নিয়ে দোকার বসিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, দোকানের সামনের সড়কের ফুটপাতে যাঁরা পসরা সাঁজিয়ে দোকান করেন তাঁরা পেছনের দোকান মালিকদের এককালীন জামানত দিয়ে মাসিক ভাড়া নেন। ফুটপাত দখল রোধে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় দখল বেড়েই চলেছে। সড়কের দু’পাশের দখল করা ফুটপাতে দেওয়া হয়েছে ফলের, জুতা-স্যান্ডেলের, পেঁয়াজ-রসুনসহ কাপড়ের দোকান। বিক্রি করা হচ্ছে হাঁস-মুরগি, পান-সিগারেট।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌর শহরের বাজারে ফুটপাতের এক স্যান্ডেল দোকানদার বলেন, ‘পাটগ্রাম বাজারে একটি দোকান ভাড়া নিতে অনেক টাকা অগ্রিম দিতে হয়। ভাড়াও বেশি। এত টাকা দিয়ে দোকান নেওয়ার সামর্থ্য না থাকায় পেছনের দোকান মালিককে কিছু টাকা অগ্রিম দিয়ে, মাসিক ১ হাজার টাকা ভাড়া দেওয়ার শর্তে ফুটপাতে দোকান করছি। রোদ-বৃষ্টি সব মাথার ওপর দিয়ে যায়, কিছু করার নাই।’

পাটগ্রাম পৌরসভার বাসিন্দা আবুল হোসেন ও লতিফ মিয়া বলেন, দুই বছর আগে পাটগ্রাম উপজেলার আগের নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান পৌরসভার সড়কের ফুটপাত দখলমুক্ত করেছিলেন। তিনি চলে যাওয়ায় কিছুদিন পর আবারও দখল হয়ে গেছে।’

পাটগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘পৌর শহরে একাধিক স্কুল ও কলেজ আছে। শহরে চলাচলের ফুটপাত তো নাই, সব দখলে। রাস্তা দিয়েও যাতায়াত করা কঠিন। কলেজে যাওয়ার সময় আমাদের মতো শিক্ষার্থীরা বেশি সমস্যায় পড়ি। শহর ভালো রাখতে সবার দৃষ্টি দেওয়া দরকার।’

পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট বলেন, ‘পৌরবাসী ও পৌর শহরে আসা সর্ব সাধারণের চলাচলে ভোগান্তি দূর করতে ফুটপাত দখলমুক্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রচেষ্টা চলছে।’

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জনসাধারণের চলাচলের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে পৌর কর্তৃপক্ষ যদি সহযোগিতা চায় আমরা সহায়তা করব। তবে ফুটপাত দখলমুক্ত হওয়া প্রয়োজন।’

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়