হোম > অপরাধ

মাদক কারবারি দিল নিখোঁজ ব্যক্তির কঙ্কালের খোঁজ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ইয়াবা উদ্ধারের সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে দুই বছর আগে নিখোঁজ এক ব্যক্তির খুনের রহস্য উদ্ঘাটিত হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো স্থান থেকে গতকাল সোমবার বিকেলে খুন হওয়া ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর বাসন থানার নান্দন কড্ডা এলাকায়। ২০২০ সালের ৩০ ডিসেম্বর ওই এলাকায় খুন হন জামালপুর জেলার বকশীগঞ্জ থানার পলাশতলা গ্রামের মিনারুল (৪১)। মাদকের টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে সহযোগী মাদক কারবারিদের হাতে খুন হন মিনারুল।

গতকাল গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন জানান, মহানগরীর কড্ডা এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন মিনারুল। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মিনারুলের নামে জিএমপির বিভিন্ন থানায় মাদকের সাতটি মামলা রয়েছে। ২০২০ সালের ৩০ ডিসেম্বর তিনি নিখোঁজ হন। পরে তাঁর স্ত্রী মৌসুমী ২০২১ সালের ৯ জানুয়ারি কোনাবাড়ী থানায় নিখোঁজের বিষয়ে জিডি করেন। কিন্তু মিনারুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন আরও জানান, গত ২২ অক্টোবর ২ হাজার ৭০০টি ইয়াবা বড়িসহ আলম হোসেনসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। আলম ৯টি মাদক মামলার আসামি। মাদক কারবারের বিস্তারিত জানতে আদালতের মাধ্যমে আলমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জানান, ২০২০ সালের ৩০ ডিসেম্বর রাতে নান্দন কড্ডা এলাকার ভাড়া বাসায় মাদক কারবারের টাকা ভাগাভাগি হয়। এ সময় মিনারুলের সঙ্গে আলমসহ আরও চার-পাঁচজনের হাতাহাতি ও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলমসহ অন্যরা মিনারুলকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে লাশ ওই বাড়ির একটু সামনে মাটি চাপা দিয়ে পুঁতে ফেলেন। আলমের স্বীকারোক্তি ও দেওয়া তথ্যমতে, গতকাল মিনারুলের দেহাবশেষ উদ্ধার করা হয়।

এ সময় জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. সামছুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ, সহকারী পুলিশ কমিশনার বেলাল হোসেন, বাসন থানার ওসি মালেক খসরু খান প্রমুখ উপস্থিত ছিলেন।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ