হোম > অপরাধ

পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সেলফোন ছিনতাই হয়েছে। গত রোববার সন্ধ্যায় জ্যামে আটকা থাকা অবস্থায় মন্ত্রীর ফোনটি ছিনতাই হয় বলে আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান।

তিনি জানান, মন্ত্রীর পিএস মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছেন।

এদিকে আজ মঙ্গলবার (১ জুন) শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী নিজেই সাংবাদিকদের ফোন ছিনতাই হওয়ার কথা জানান।

মন্ত্রী বলেন, রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাওয়ার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজিং করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন ছোঁ মেরে মোবাইল নিয়ে দৌড় দেয়।

ছিনতাই হওয়া মোবাইল ফোনটি তার ছেলের উপহার দেওয়া উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি, আমার মোবাইল নিয়ে গেল। এসময় গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেননি।

ছিনতাই হওয়া সেলফোনের আইএমইআই নম্বরসহ আনুষঙ্গিক তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলে জানান মন্ত্রী।

কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান বলেন, গত ৩০ মে সন্ধ্যা ৭টার দিকে মন্ত্রী মহোদয় অফিস থেকে বিজয় সরণি হয়ে ফিরছিলেন। বিজয় সরণিতে মন্ত্রীর গাড়ি জ্যামে আটকে ছিল। গাড়ির গ্লাস নামিয়ে তিনি ফোনে কথা বলা অবস্থায় তার ফোনটি ছিনতাই হয়।

ওসি জানান, এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়