হোম > অপরাধ

গাছ লাগিয়ে চলাচল বন্ধ বিপাকে ১০ পরিবার

ধোবাউড়া প্রতিনিধি

ধোবাউড়ায় বাড়িতে প্রবেশের রাস্তায় গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাঘবেড় ইউনিয়নের উত্তর বাঘবেড় কোনাখালীরপাড় গ্রামের একলাস উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এতে বিপাকে রয়েছে অন্তত ১০টি পরিবার। এ ঘটনায় এরশাদ আলী নামে এক ভুক্তভোগী ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে এরশাদ আলী, দেলোয়ার হোসেন, সফিকুল ইসলাম, মরম আলী ও এনামুল হকের বাড়িতে চলাচলের একমাত্র রাস্তায় গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টি করেছেন একলাস উদ্দিন।

এরশাদ আলী বলেন, ‘বাড়িতে যাওয়ার রাস্তা না থাকায় অটোগাড়ি চার্জ দিতে পারছি না। অন্যের বাড়িতে গাড়ি রেখে চার্জ দিয়ে চালাতে হচ্ছে। এতে আমি খুব বিপাকে রয়েছি। পরিবারের পাঁচজন সদস্য নিয়ে কষ্টে দিন কাটছে আমার।’

দেলোয়ার হোসেন বলেন, ‘হঠাৎ করে চলাচলের রাস্তায় গাছ লাগিয়ে বাধা দেওয়া হয়েছে। এই স্থানে ১০টি পরিবারের প্রায় ১০০ জন লোক বাস করেন। তাঁদের চলার একমাত্র রাস্তা এটি, অনেক বলার পরও রাস্তা থেকে গাছ অন্য জায়গায় নেওয়া হয়নি।’

মরম আলী বলেন, ‘এখলাছ উদ্দিন কাউকে মানেন না, তিনি রাস্তা বন্ধ করে দিয়েছেন। গ্রামের কোনো মাতব্বরের কথা তিনি শোনেন না।’

এ বিষয়ে ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘বারবার বলার পরেও এখলাছ বেড়া খুলবেন না বলে জানান। বাঘবেড় ইউপি চেয়ারম্যান আমাকে আইনি সহায়তা দেওয়ার জন্য বলেছেন।’

ধোবাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমান বলেন, ‘অভিযোগটি হাতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি। দ্রুত সমাধান করা হবে ও চলাচলের রাস্তাটি খুলে দেওয়া হবে।’

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ