হোম > অপরাধ

অটোরিকশা নিয়ে ছিনতাই করাই তাঁদের পেশা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বেরিয়ে ছিনতাই ও ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে নগরীর কোতোয়ালি থানা-পুলিশ। গত বুধবার বিকেলে পুরোনো রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (৩৪), বশির আহম্মেদ রনি (৩৫) ও আবুল হোসেন সজীব (২৮)। তাঁদের কাছ থেকে একটি দেশীয় এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, আট ছিনতাইকারীর একটি দলের অবস্থানের তথ্য পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশের একটি দল। ধাওয়ায় তিনজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যান।

ওসি নেজাম উদ্দিন জানান, অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেন। ঘটনাস্থলে তাঁরা ছিনতাইয়ের প্রস্তুতি নিয়ে পরামর্শ করছিলেন।

নেজাম বলেন, গ্রেপ্তার আনোয়ারের বিরুদ্ধে কোতোয়ালি, হালিশহর, ডবলমুরিং ও চান্দগাঁও থানায় অস্ত্র, ছিনতাই ও ডাকাতির অভিযোগে ১১টি মামলা রয়েছে। এ ছাড়া বশিরের বিরুদ্ধে কোতোয়ালিতে ৪টি ও আবুলের বিরুদ্ধে কোতোয়ালি ও বরগুনা সদর থানায় ৩টি মামলা রয়েছে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়