হোম > অপরাধ

স্বাক্ষর জাল করে বেতন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালের একটি দাখিল মাদ্রাসার মেয়াদ উত্তীর্ণ ব্যবস্থাপনা কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতার বিল ব্যাংকে জমা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার গৌরম্ভা আবু বকর সিদ্দিক দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির মেয়াদ গত ১৯ এপ্রিলে শেষ হয়েছে। এরপর করোনা সংকটে মাদ্রাসা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় কমিটি গঠন করা হয়নি।

বিধি অনুযায়ী, কমিটি গঠন না হওয়া পর্যন্ত একটি অ্যাডহক কমিটি গঠন করতে হয়। আর ওই কমিটির সভাপতি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি প্রতিষ্ঠান সংক্রান্ত সব কাগজপত্রে স্বাক্ষর করবেন।

মাদ্রাসার একজন শিক্ষক বলেন, ‘এখনো পর্যন্ত অ্যাডহক কমিটি গঠন করা হয়নি।’ তাহলে শিক্ষকদের বেতন–ভাতার বিলসহ জরুরি কাগজপত্রে কে স্বাক্ষর করছেন এ বিষয় জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে বলেন, ‘এ ব্যাপারে সুপার সাহেব ভালো বলতে পারবেন।’

এ দিকে ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি গাজী গিয়াস উদ্দিনের স্বাক্ষর জাল করে সর্বশেষ অক্টোবর মাসের শিক্ষকদের সরকারি বেতন–ভাতার বিল রামপাল সোনালী ব্যাংক শাখায় গত ৩ নভেম্বর জমা করা হয়েছে। ব্যাংকে দাখিল করা বেতন–ভাতার বিলের কাগজপত্রে এর সত্যতা মিলেছে।

এ ব্যাপারে গাজী গিয়াস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কমিটির সভাপতি ছিলাম। কমিটির মেয়াদ ৬–৭ মাস পূর্বে শেষ হয়েছে। এখন আমি আর সভাপতি নেই। এরপরও বেতন ভাতার বিলসহ বিভিন্ন জরুরি কাগজপত্রে আমার স্বাক্ষর জাল করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষ ৬ মাসের মধ্যে একদিনও আমার কাছে কোনো কাগজপত্রে স্বাক্ষর করাতে আসেনি। শুনেছি অক্টোবর মাসের বেতন ও ভাতার বিলে আমার স্বাক্ষর জাল করে তা ব্যাংকে জমা করা হয়েছে। আর এই স্বাক্ষর জাল করার ঘটনায় মাদ্রাসার সুপার শেখ আ. লতিফ ও সহ সুপার মো. মনিরুজ্জামান জড়িত।’

মাদ্রাসার সহকারী সুপার মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি সুপার আ. লতিফের ওপর দায় চাপিয়ে বলেন, ‘এ বিষয় আমি কিছু জানি না। আপনি সুপারের সঙ্গে কথা বলেন।’

সুপার শেখ আ. লতিফের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অ্যাডহক কমিটি গঠন হয়নি। কমিটি গঠনের জন্য আবেদন করা হয়েছে।’

স্বাক্ষর জাল করার বিষয়টি শিকার করে সুপার শেখ আ. লতিফ বলেন, ‘এটা আমার ভুল হয়েছে।’

রামপাল সোনালী ব্যাংকের ব্যবস্থাপক বলেন, ‘বিষয়টি আগে জানলে একটা কিছু করা যেত। এখন বিল লেজারে পোস্টিং হয়ে গেছে।

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ