হোম > অপরাধ

পুলিশ কর্মকর্তা কাফীকে ডিবিতে জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তারের আবেদন স্বরাষ্ট্রে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফীকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় ঢাকার আশুলিয়ায় বেশ কয়েকজনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানায় মামলা হয়েছে। সেই ঘটনায় কাফীকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। 

আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ–কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মো. ওবায়দুর রহমান বলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে আটক করে ডিবিতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদ চলছে। 

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ডিবি পুলিশের একটি দল আব্দুল্লাহিল কাফীকে আটক করে। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র–জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 

এখনো তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন না করার বিষয়ে ডিএমপি ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, ‘যেহেতু তিনি একজন সার্ভিস অফিসার, তাঁকে গ্রেপ্তার করতে গেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। প্রাথমিকভাবে আশুলিয়ার ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে আবেদন করেছি।’

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ

জুয়া, প্রতারণায় জড়িত ৫০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব স্থগিত

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি