হোম > অপরাধ

ডামুড্যায় কলেজছাত্রকে মারধরের মামলায় দুই আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর)

গতকাল শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্র সৌরভকে পিটিয়ে জখমের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার চার ঘণ্টার মধ্যেই তাঁদের গ্রেপ্তার করে ডামুড্যা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, প্রধান আসামি শামছু (২১) ও তাঁর বড় ভাই মিজান (২৫)। 

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফ আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল রাত সাড়ে ৮টায় আহত সৌরভের বোন কামরুন্নাহার ইতি বাদী হয়ে দুজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এদিকে গ্রেপ্তারের পর শামছুর পরিবারের পক্ষ থেকে সৌরভের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করে সৌরভের পরিবার। 

প্রসঙ্গত, গতকাল (বৃহস্পতিবার) ধানকাঠি ইউনিয়নের মূলধানকাঠি গ্রামের মাদ্রাসা শিক্ষক রেজাউল করিমের কলেজ পড়ুয়া ছেলে সৌরভ (২০) ও তাঁর বন্ধুরা ধানকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলার জন্য যায়। সেখানে গাঁজা সেবনের প্রস্তুতি নিচ্ছিল একই গ্রামের বাসিন্দা শামছু ও তাঁর সঙ্গীরা। সৌরভ তাঁদের লোকালয়ে গাঁজা সেবনে বাধা দিলে সৌরভের কাছ থেকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে শামছু। একই সাথে আহত সৌরভের বন্ধু শাওনের কাছে থাকা ১ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সৌরভ বর্তমানে ডামুড্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান ৩ দিনের রিমান্ডে

জেনেভা ক্যাম্পে জাহিদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বিদেশ থেকে আসা পার্সেলের নামে প্রতারণা, ব্যবসায়ীর ১১ লাখ টাকা হাতিয়ে নিল তরুণ