হোম > অপরাধ

দুই দিনে ৫৬ হাজার মিটার জাল জব্দ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে দুই দিনে ৫৬ হাজার ৩৬০ মিটার জাল জব্দ করা হয়েছে। ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার সকাল থেকে শনিবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন নদী ও পশুর চ্যানেলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দ জালের মধ্যে বেহুন্দি, কারেন্ট জাল, চায়না দুয়ারি, চর ঘেরা, ছান্দি ও নেট জাল রয়েছে।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, মা ইলিশ রক্ষার এই অভিযান শতভাগ সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কোস্টগার্ড, নৌবাহিনী, উপজেলা-জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। শুক্র ও শনিবার ঘষিয়াখালি চ্যানেল, বলেশ্বর, পানগুছি, মধুমতী, দড়াটানা ও পশুর নদে অভিযান চালিয়ে ৫৬ হাজার ৩৬০ মিটার জাল জব্দ করা হয়েছে।

এ সময় কোনো জেলে বা জালের মালিককে পাওয়া যায়নি। মা ইলিশ রক্ষায় শেষ দিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। মা ইলিশ রক্ষার অংশ হিসেবে ৭ অক্টোবর প্রথম প্রহর থেকে ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। 

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ত্রাস ‘সন্ত্রাসী রনি’

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়