হোম > অপরাধ

২০ লাখ টাকা নিয়ে এনজিও উধাও

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে আত্মসেবা ফাউন্ডেশন নামের একটি এনজিও গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে। এ খবরে খবরে সিঙ্গাইর পৌরসভার আজিমপুর এলাকার ওই এনজিওর কার্যালয়ে ভিড় করছেন প্রতারিত গ্রাহকেরা। গতকাল সোমবার দুপুরে প্রতিষ্ঠাটির অফিসে গেলে তালা ঝুলতে দেখা যায়।

জানা গেছে, প্রায় ১৫-২০ দিন আগে সিঙ্গাইর পৌর এলাকার আজিমপুরের আবুল হোসেনের দোতলা বাড়ি ভাড়া নেন অজ্ঞাত ৫-৭ জন যুবক। ওই বাড়িতে আত্মসেবা ফাউন্ডেশনের নামে একটি সাইনবোর্ড টানিয়ে ঋণদানের নামে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ শুরু করেন। এনজিওটি ঋণগ্রহীতাদের খুঁজে ১০ শতাংশ হারে অগ্রিম সঞ্চয় সংগ্রহ করেন। এনজিওটি পুরো উপজেলা থেকে প্রায় ২০ লাখ টাকা সংগ্রহ করেন। গতকাল সোমবার সকালে অফিস তালা দিয়ে পালিয়ে যান তাঁরা।

বাইমাইল এলাকার ভুক্তভোগী ইউসুফ খান বলেন, ‘আত্মসেবা ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার ফয়সাল আহামেদ ১০ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা সঞ্চয় দাবি করেন। আমি তাঁকে ৮০ হাজার ৫০০ টাকা পরিশোধ করি। আগামী বুধবার আমাকে ঋণ দেওয়ার কথা। আজকে (সোমবার) ফয়সাল আহামেদের মোবাইল নম্বর বন্ধ পেয়ে অফিসে এসে দেখি অফিসও বন্ধ।’

নূরজাহান বেগম নামে আরেক গ্রাহক বলেন, ‘৫ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ছবি, আইডি কার্ড, একটি ফরম পূরণ করে নিয়ে যায়। সেই সঙ্গে অগ্রিম সঞ্চয় হিসেবে ৫০ হাজার টাকাও জমা দিই। এক সপ্তাহ পরে ঋণ দেওয়ার কথা ছিল।’

আবুল হোসেনের স্ত্রী বলেন, ‘মাসে ১০ হাজার টাকা ভাড়ার কথা বলে অন্য জেলার ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তি আমাদের একটি ফ্ল্যাট ভাড়া নেন। আগামী মাসের ৫ তারিখে তাঁদের পরিচয়পত্র ও এনজিওর কাগজপত্র দেওয়ার কথা ছিল। তবে আজ (সোমবার) তাঁরা পালিয়ে গেছেন। ’

গতকাল সোমবার সন্ধ্যায় এনজিওটির কার্যালয়ে গিয়ে তা তালাবদ্ধ পাওয়া যায়। কয়েক কর্মকর্তার মোবাইল ফোন নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিঙ্গাইর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইমানুর রহমান বলেন, ‘আত্মসেবা ফাউন্ডেশন নামে আমাদের তালিকাভুক্ত কোনো এনজিও বা ঋণদানকারী সংস্থা নেই। এ ঘটনায় গ্রাহকেরা অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!