হোম > অপরাধ

গৃহবধূকে ‘প্রকাশ্যে নির্যাতন’

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার রহিমাবাদ বাজারে প্রকাশ্যে এক গৃহবধূকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় নাজমুল নামের এক যুবক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। গত সোমবার বেলা ১টার দিকে রহিমাবাদ বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার সকালে ওই গৃহবধূ, তাঁর মেয়েকে রহিমাবাদ বাজারে ওয়াশিং পাউডার আনতে পাঠান। পথে প্রতিবেশী রতন মিয়ার নাতিরা তাঁর মেয়েকে মারধর করে। এই ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে রতন মিয়ার বাড়িতে যান ওই গৃহবধূ। এ সময় কাউকে না পেয়ে তিনি বাড়ি ফিরে আসেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রতনের ছেলে নাজমুল, রাসেল ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তাঁকে পিটিয়ে আহত করেন। এরপর ওই গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করার জন্য থানার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে রহিমাবাদ বাজারে আসা মাত্র আবারও তাঁর ওপর হামলা করা হয়। পরে স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, ‘বাজারের সিসি ক্যামেরায় আমাকে নির্যাতনের ভিডিও রয়েছে। এ ঘটনার পর থেকে আমার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চাই এবং এই হামলার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।’

আমিরগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কবির আহমেদ বলেন, ‘গৃহবধূকে নির্মমভাবে নির্যাতন ও লাঞ্ছিত করার বিষয়টি আমি শুনেছি।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘এই বিষয়ে আমি এখনো কিছু জানি না। এখনই খোঁজ নিচ্ছি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার

অতি লোভে তাঁতি নষ্ট: ৬০০ কোটি টাকা হারালেন নওগাঁর ৮০০ জন!