হোম > অপরাধ

মুভমেন্ট পাস নিয়ে হেরোইন পাচারের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা:গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল বাজার এলাকায় অভিযান চালিয়ে এক হেরোইন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব বলছে, মাস্ক, স্যানিটাইজার পরিবহনের জন্য মুভমেন্ট পাস নিয়ে তিনি হেরোইনের চালান পরিবহন করছিলেন। এই মাদক কারবারির নাম সৌমিক আহম্মেদ সিদ্দিকী।

র‍্যাব–২–এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন এ ব্যাপারে বলেন, করোনা পরিস্থিতির এই সময়ে মাস্ক ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা রয়েছে। আর এই সুযোগে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের জন্য মুভমেন্ট পাস নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক পরিবহন করে ঢাকায় আনা হচ্ছিল। পাস থাকায় পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনী সেভাবে তল্লাশিও করেনি। সুযোগ কাজে লাগিয়ে ঘুরে ঘুরে রাজধানীর বিভিন্ন মাদক কারবারির হাতে এই চালান পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, ঢাকায় হেরোইনের একটি চালান আসছে। টাউনহল বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের এই সদস্যকে গ্রেপ্তার করি। এসময় তার কাছ থেকে ৩২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তারকৃত সৌমিক দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিক্রি করে আসছিলেন। তাঁর কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব যাচাই বাছাই করে ভবিষ্যতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা হবে।

এদিকে মুভমেন্ট পাস নিতে এ পর্যন্ত সারাদেশে রেজিস্ট্রেশন করেছেন ৯ লাখ ৩৯ হাজার ৬৫৯ হাজার মানুষ। ওয়েবসাইটে হিট পড়েছে প্রায় ২০ কোটি।

পুলিশ সদরদপ্তর সূত্র বলছে, একসঙ্গে এতো আবেদনের চাপে হিমশিম খাচ্ছে সার্ভার। ফলে মাঝেমধ্যে সেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে। অনেক সময় ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা হচ্ছে। চাপ সামলাতে আরও ২০টি সার্ভার যোগ করা হয়েছে।

মামলার তদন্ত: ঢাকার খুনে পুলিশের ‘বিদেশ ফর্মুলা’

৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: জেএমবির সঙ্গে জড়িতের অভিযোগে পরিচালক গ্রেপ্তার হন দুবার

ডেভিল হান্ট-২: এ পর্যন্ত গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭

ডেভিল হান্ট-২: এক দিনে আরও ৬৯৮ জন গ্রেপ্তার

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

সৌদি আরবে অপহরণ, ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি দেশে

পুলিশের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে: ডিএমপি কমিশনার